শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সাজু মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর সাংবাদিকদের জানান, এবারের প্রতিপাদ্য হলো “ বেশি বেশি মাছ চাষ করি” “বেকারত্ব দূর করি”। আগামী ২৯ আগস্ট প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জাতীয় মৎস্য সপ্তাহ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন।

সারা দেশের ন্যায় শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন।

কার্যক্রমের মধ্যে ২৮ আগস্ট শনিবার মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকগণের সঙ্গে মত বিনিময় ও মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে উপজেলা ব্যাপী প্রচার প্রচারণা, ২৯ আগস্ট উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করন, ৩০ আগস্ট আটমূল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে স্বাস্থ্য বিধি মেনে মত বিনিময়, ৩১ আগস্ট মাঝিহট্ট গোবিন্দপুর সিবিজির পুকুর পাড়ে মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, ১ সেপ্টেম্বর ময়দানহাট্টা ইউনিয়নের নাগরজান পুকুরে এলাকার গুরুত্বপূর্ণ মৎস্যচাষীদের চাষ বিষয়ক পরামর্শ, মাটি ও পানি পরীক্ষা।

বিকাল ৪টায় বঙ্গবন্ধু স্কয়ারে বাংলাদেশ সরকারের মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন, ২ সেপ্টেম্বর উপজেলা পরিষদ সভাকক্ষে মৎস্য চাষী সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদান, ৩ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা মৎস্য দপ্তর আয়োজনে সভাকক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পরিষদ কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা।

উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সাংবাদিক বজলুর রহমান, পবন রায়, সোহেল আক্তার মিঠু, সোহেল রানা মিন্টু, সাজু মিয়া, কামরুল ইসলাম, ক্ষেত্র সহকারী মহ্মুদুল নবী স্বপন, মোমিনুল ইসলাম, শাহজাহান সিরাজ সাজু প্রমুখ।