ধুনটে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু, কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন প্রমূখ।

এছাড়াও প্রস্তুতিমুলক সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।