জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে হত্যা করেছিল : প্রধানমন্ত্রী

অনুসন্ধানবার্তা ডেস্ক নিউজ :

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার বিচারের রায় কার্যকর করা হয়েছে। তাঁর হত্যার ষড়যন্ত্রের পেছনে কারা ছিল সেটাও একদিন বের হয়ে আসবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৪ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে মার্শাল ল’ জারির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করেছিল। সংবিধানকে ক্ষতবিক্ষত করেছিল।

বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছিল। বিদেশে দূতাবাসে চাকরি দিয়েছিল। স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধীদের নাগরিকত্ব দিয়েছিল।

তিনি বলেন ‘আমরা জাতির পিতার হত্যার বিচার শুরু করি। কিন্তু বিএনপি-জামাত জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় এসে এই হত্যার বিচার কাজ বন্ধ করে দেয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে পূর্ববর্তী সরকারগুলোর রেখে যাওয়া অচলাবস্থা এবং বিশ্বমন্দা কাটিয়ে দেশকে দৃঢ় অর্থনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার কাজ শুরু করা হয়।