বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস উল্টে নবজাতকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা
বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে উল্টে মারদিয়া নামে ১৫ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (০১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার আকাশতারা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মারদিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মাজেদুর রহমান জানান, বুধবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে মিন্টু মিয়া ঢাকা থেকে মাইক্রোবাসে তার নবজাতক বাচ্চা, স্ত্রী, শালিকাকে নিয়ে বগুড়া সদরের আকাশতারা শ্বশুরবাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন ক্রসিংয়ের জন্য রেল লাইনের পাশে মাইক্রোবাস থামায়। কিন্তু মাইক্রোবাস রেল লাইনের পাশ ঘেষে এমনভাবে দাড় করোনা ছিল যে, ট্রেনের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে আটকে যায়। পরে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা সবাইকে উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই নবজাতক মেয়ে মারদিয়ার মৃত্যু হয় এবং মিন্টু গুরুতর আহত হন।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, এই ঘটনার পর মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।