বিদেশেও স্থান না পেয়ে দেশে ফিরলেন ডা. মুরাদ

অনুসন্ধানবার্তা ডেস্ক নিউজ :
বাংলাদেশ সরকারের বিতর্কিত সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাইতে প্রবেশের অনুমতি না পেয়ে ফের দেশে ফিরে এসেছেন।

রবিবার এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ওই ফ্লাইটের ফার্স্ট ক্লাস ক্যাটাগরির যাত্রী ছিলেন ডা. মুরাদ।

এরআগে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করে গত বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে চলে যান ডা. মুরাদ হাসান।

তবে কোভিড ভ্যাকসিন সংক্রান্ত কাগজপত্র না থাকায় এবং কানাডার নাগরিকদের আবেদনের প্রেক্ষিতে ডা. মুরাদ কানাডায় ঢুকতে না দিয়ে তাকে দুবাইয়ের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। কিন্তু দুবাইতেও তিনি ঢুকতে না পেরে অবশেষে ঢাকায় ফেরেন।

এদিকে মুরাদ হাসানের দেশে ফেরার খবরে রবিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভীড় করেন। তবে, তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি।

অন্যদিকে রাজধানীর বিমানবন্দর সড়কে মুরাদ হাসান যাতে দেশে ফিরতে না পারেন, এজন্য বিমানবন্দর এলাকায় বিক্ষোভ করে বিক্ষুব্ধকারীরা।