দৈনিক বাংলাদেশ প্রতিদিন দুই যুগে পদার্পণ করায় বগুড়ায় কেক কর্তন

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকা দুই যুগে পদার্পণ করায় বগুড়ায় কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টায় বগুড়া শহরের ম্যাক্স মোটেলে এক আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বগুড়া অফিসের নিজস্ব প্রতিবেদক আবদুর রহমান টুলু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো: জিয়াউল হক, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, বগুড়া পৌর মেয়র ও জেলা বিএনপির আহবায়ক রেজাউল করিম বাদশা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, চেম্বার অফ কমার্সের সহ সভাপতি মাফুজুল ইসলাম রাজ, স্বাচিপ সভাপতি ডা: সামির হোসেন মিশু, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, সারিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সিনিয়র সাংবাদিক সমুদ্র হক, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ও সংস্কৃতিক ব্যক্তিক্ত আতিকুর রহমান মিঠু।

বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়ার উপদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচান, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, নির্বাহি ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাইম, সদর থানার ওসি সেলিম রেজা, ইন্সেপেক্টর শাহীনুজ্জামান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, বগুড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিলন রহমান, সাবেক সহ সভাপতি জিয়া শাহীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাঈদ সিদ্দিকী, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, কালের কণ্ঠ বগুড়ার ব্যুরো প্রধান লিমন বাশার, আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক প্রদীপ মোহন্ত, নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ,

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড বগুডা প্রেস ইউনিটের সিনিয়র এক্সিউটিভ কারিমউল্লাহ, সহকারি নির্বাহী কর্মকর্তা কৌশিক শাহরিয়ার, ইঞ্জিনিয়ার বিপ্লব হোসাইন, সিটিপি ইনচার্জ ফারুক হোসাইন, ওয়াইএমসিএর অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব, সংস্কৃতজন এবিএম জিয়াউল হক বাবলা, জয়ন্ত দেব, এইচ আলিম, লুবনা জাহান, রবিউল করিম হৃদয়, শাহাদত হোসেন, রবিউল আলম অশ্রু, রওশন আলী গ্রুপ লিমিটেড এর এমডি আরিফুজ্জামান আরিফ, শুভ সংঘের সাধারণ সম্পাদক শিশির মুস্তাফিজ, ফটো সাংবাদিক সাখাওয়াত হোসাইন জনি, আল আমিন, সাংবাদিক আজাহার আলী, যুবলীগ নেতা রনি, লিটন রহমান, সাংবাদিক এম এ মতিন, সাহাদত জামান, সাংবাদিক ইমরান হোসেন ইমন সহ বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিকগণ।

বগুড়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, বাংলাদেশ প্রতিদিন সাংবাদিকতার ক্ষেত্রে বিস্ময়ের সৃষ্টি করেছে। একযুগে পত্রিকাটি অভুতপূর্ব উন্নয়ন সাধন করেছে। বাংলাদেশ প্রতিদিন এখন দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে।

বাংলাদেশ প্রতিদিন স্বাধীনতার পক্ষে, জনগণের পক্ষে কথা বলে। এ কারণে আজ জনপ্রিয়তার শীর্ষে। সাংবাদিকগন দেশ ও জনগনের কল্যানে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকে। সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে।

বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বগুড়াসহ সারা দেশের উন্নয়ন এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়