ধর্ষণের পর গৃহবধু ও স্বামীকে হত্যা, ৬ জনের মৃত্যুদণ্ড

অনুসন্ধানবার্তা ডেস্ক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক গৃহবধুকে ধর্ষণের পর তাকে সহ তার স্বামীকে হত্যার ঘটনায় ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক এই রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানী শেষে ১৩ বছর পর এই মামলার রায় ঘোষণা করা হলো।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- নারায়ণগঞ্জের রূপগঞ্জের সুমন মিয়া, আরিফুল, জামাল, সুমন, লোকমান ও শফিক। এর মধ্যে সুমন, লোকমান ও শফিক ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১১ আগস্ট রাতে রূপগঞ্জের দেবই গ্রামে এক গৃহবধুকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে আসামিরা। এরপর ওই গৃহবধুকে হত্যার পর রাস্তার পাশের একটি ডোবায় ফেলে দেয়। এরপর আসামীরা তার স্বামীকেও হত্যা করে।

এর ঘটনার ৫ দিন পর ১৬ আগস্ট তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহত ওই গৃহবধুর বাবা আনোয়ার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দাায়ের করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় আদালত ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময়ে আদালতে ৩ জন উপস্থিত ছিলেন এবং অন্য ৩ জন আসামী পলাতক রয়েছে।