স্বাভাবিক জীবনে ফিরলেন ধুনট থানার তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা
এক সময়ে দাপটের সঙ্গে মাদক ব্যবসা পরিচালনা করতেন বগুড়ার ধুনট উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম (৪০)। তার বাড়ী মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামে। সে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

কিন্তু সে দীর্ঘদিন মাদক ব্যবসা করে একাধিকবার জেল-হাজত খেটে এবার তিনি এই মরণ পেশা ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

সোমবার (০৯ মে) ওই মাদক ব্যবসায়ী কামরুল ইসলাম ধুনট থানায় হাজির হয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গিকার করলে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এক সময় কামরুল ইসলাম মাদক ব্যবসা করলেও সে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করার ইচ্ছা পোষণ করে। তাই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে অনুপ্রেরনা দেয়া হয়। তার মতো মাদক ব্যবসায়ীরা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তাহলে তাদেরকেও বরণ করে নেয়া হবে। তবে এসব ব্যক্তিরা পুলিশের কঠোর নজরদারি থাকবেন বলেও জানান তিনি।