ধুনটে অগ্নিকাণ্ডে বসতবাড়ী পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে এক দরিদ্র পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারের দুইটি টিনের ঘর, বিভিন্ন আসবাবপত্র, ২টি গরু ও নগদ টাকা সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

জানাগেছে, রবিবার (১২ মার্চ) বগুড়া জেলার ধুনট থানাধীন কালেরপাড়া ইউনিয়নের আনারপুর কচুগাড়ী গ্রামের আশরাফ আলী প্রামানিকের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এবিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, ধুনট থানাধীন কালেরপাড়া ইউনিয়নের আনারপুর কচুগাড়ী গ্রামের আশরাফ আলী প্রামানিকের বসতবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ধুনট উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দুইটি টিনের ঘর ও ঘরের মধ্যে বিভিন্ন আসবাবপত্র, ২টি গরু, ও নগদ অনুমান ২ লাখ টাকা আগুনে পুড়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।