
নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
ধুনটে চুরি, ডাকাতি, দস্যুতা, বাল্যবিবাহ, মাদক নির্মূল, মারামারি, হানাহানি রোধে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮মে) বিকেলে ৩নং বিট চিকাশী ইউনিয়নের মফিজ মোড়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা।
চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ধুনট থানার ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলাম, সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান, এসআই রুহুল আমিন খান, এসআই মুনজুর মোর্শেদ, ভান্ডারবাড়ী ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, এএসআই আব্দুল আজিজ ও চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলেফ বাদশাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।