ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তারকৃত আসামীদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- ধুনট উপজেলার গোয়ালভাগ গ্রামের আছের আলীর ছেলে আইযুব আলী (৩৬) ও মৃত বছির উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন শেখ (৩৮)।
এবিষয়ে ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের মধ্যে আইযুব আলীর কাছ থেকে ২০ পিস ও হেলাল উদ্দিনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।