ধুনটে কালি মন্দিরের প্রতিমা ভাংচুর

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলায় রাতের আঁধারে কালি মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা।

শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে সরকারি জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়সূত্রে জানা যায়, কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা গ্রামে প্রায় শত বছরের পুরোনো একটি কালি মন্দির রয়েছে। শুক্রবার রাতেও ভক্তরা সেখানে পূজা করেন।

শনিবার সকালে ভক্তরা সেখানে গিয়ে দেখেন কালি প্রতিমা ভাংচুর করা হয়েছে। তখন স্থানীয়রা সরকারি জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি অবহিত করেন।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, শুক্রবার রাতের যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর সনাতন ধর্মালম্বীরা ভাঙা প্রতিমাটি বিসর্জন দিয়েছেন।

ধুনটে কালি মন্দিরের প্রতিমা ভাংচুর

এদিকে এ ঘটনার সংবাদ পেয়ে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি হাবিবর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা ঘটনাস্থল পরিদর্শন পরিদর্শন করেন।