নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমেদ জেমস। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পটু।
বুধবার দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।
এসময় স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনিসহ ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।