ধুনটে জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধে এক কৃষকের বাড়িতে হামলা চালিয়েছে ভাংচুর করেছে প্রতিপক্ষরা। এঘটনায় মঙ্গলবার বিকালে ক্ষতিগ্রস্থ কৃষক আবুল কাশেম বাদী হয়ে ৬ জনকে আসামী করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের ফড়িংহাটা গ্রামের মৃত ফয়েজ মোল্লার ছেলে কৃষক আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের সোলেমান আলীর ছেলে গোলাম মোস্তফার জমি নিয়ে বিরোধ রয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ফসলী জমি থেকে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে আবুল কাশেমকে গালাগালি করতে থাকে প্রতিপক্ষরা।

এসময় আবুল কাশেম প্রতিবাদ করলে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। এসময় তিনি দৌড়ে বাড়িতে গেলে প্রতিপক্ষরা হামলা চালিয়ে টিনের বেড়া ও মোটরসাইল ভাংচুর করে।

এসময় প্রতিবাদ করলে প্রতিপক্ষরা কৃষক আবুল কাশের স্ত্রী গোলেনুর খাতুনকেও মারপিটে আহত পরে। তিনি বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে ধুনট থানার এসআই রুহুল আমিন বলেন, এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।