ধুনটে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের বহুতল ভবনের উদ্বোধন
বগুড়ার ধুনটের গোসাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমিক ভবন ও গোসাইবাড়ী কে,ও বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমিক ভবন ও গোসাইবাড়ী কে,ও বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে।

তন্মধ্যে গোসাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমিক ভবন নির্মানে ব্যয় হয়েছে ৪ কোটি ১৭ লাখ টাকা এবং গোসাইবাড়ী কে,ও বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মানে ব্যয় হয়েছে ১ কোটি ৯ লাখ টাকা।

শনিবার বিকালে প্রধান অতিথি হিসাবে ওই দুইটি ভবনের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। তাই শিক্ষার্থীদেরও ভালোভাবে লেখাপড়া করে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।

তিনি আরো বলেন, কিছু কুচক্রী মহল প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। তাই দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন- ধুনটে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করলেও শ্বশুর পরিবারের বিরুদ্ধে মামলা

গোসাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী সাহা, প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন বাবলু, উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম সোবাহান, শরিফুল ইসলাম খান, গোসাইবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুবলীগ নেতা আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।

ভিডিও প্রতিবেদন দেখুন, চ্যানেলটি সাব ক্রাইব করুন-