ধুনটে দেশীয় অস্ত্র বিক্রিকালে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় দেশীয় অস্ত্র বিক্রিকালে ২ জন অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃত অস্ত্র বিক্রেতাদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের মিজান আলীর ছেলে রায়হান আলী (২৫) ও গাবতলী উপজেলার মাজবাড়ি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে উকিল উদ্দিন (৪৫)।

থানাসূত্রে জানাযায়, গত ৮ ফেব্রুয়ারী রাতে গ্রেফতারকৃত আসামীরা ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু হঠাৎপাড়া বাঙ্গালী নদীর তীরে অবস্থান করে দেশীয় অস্ত্র বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ অভিযান পরিচালনা করে রায়হান আলী ও উকিল উদ্দিনকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু, দুটি হাসুয়া ও একটি রামদা উদ্ধার করা হয়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এতথ্য নিশ্চিত কর জানান, গ্রেফতারকৃত আসামীরা দেশীও অস্ত্র বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর কারাগারে প্রেরন করা হয়েছে।