নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে ৭ম শ্রেণীতে পড়ুয়া নবালিকা এক স্কুল ছাত্রী অপহরণ মামলায় রাসেল (১৬) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
মঙ্গলবার ঢাকার একটি এলাকা থেকে ওই ছাত্রী ও অপহরকারী কিশোরকে উদ্ধার করে ধুনট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটককৃত রাসেল মিয়া গোসাইবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
মামলাসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পূর্ব গুয়াডহুরি গ্রামের জনৈক এক ব্যক্তির মেয়ে গোসাইবাড়ী এ,এ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী (১২)। গত কয়েক মাস ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে চুনিয়াপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রাসেল ওই ছাত্রীকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছিল।
গত ২৪ নভেম্বর সকাল ৯টায় বিদ্যালয়ে যাওয়ার পথে গোসাইবাড়ী সাতমাথা এলাকা থেকে নবালিকা ওই ছাত্রীকে সিএনজি চালিত অটো রিকসায় জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় কিশোর রাসেল ও তার ৩/৪জন সহযোগি। এই ঘটনায় ২৫ নভেম্বর রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ২ ডিসেম্বর ধুনট থানা পুলিশ মামলাটি রেকর্ডভুক্ত করেন।
এবিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, অপহরণ মামলার ৫নং আসামীর বাড়ি থেকে অপহৃত স্কুল ছাত্রী ও অপহরনকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।