নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা বিক্রির সময় তিন জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।
এরআগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি বাবু বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি নশিপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে রাকিব (২০), একই এলাকার মৃত মেছের আলীর ছেলে মিতুল (১৯) ও মাজবাড়ী এলাকার মোকলেছারের ছেলে রিপন (২০)।
আরো পড়ুন- পরকীয়া প্রেমিক-প্রেমিকাকে আটকে রেখে নির্যাতনের পর অর্থ আদায়
এবিষয়ে ধুনট থানার এসআই অমিত বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গাঁজা বিক্রির সময় হাতেনাতে তিনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দেহ তল্লাশী করে রাকিবের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, মিতুলের কাছ থেকে ৫০ গ্রাম ও রিপনের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এঘটনায় গ্রেপ্তারকৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।