ধুনটে বাঙ্গালী নদীতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা : ধুনট
বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালী নদীতে গোসল করতে গিয়ে সুমাইয়া আকতার (১০) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) উপজেলার বিলকাজুলী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আকতার বিলকাজুলী গ্রামের সবুজ মন্ডলের মেয়ে এবং সে ৪র্থ শ্রেণীর ছাত্রী ছিল।

জানাগেছে, বিলকাজুলী গ্রামের মৃত রেফাজ উদ্দিন মন্ডলের ছেলে সবুজ মন্ডল ঢাকার আশুলিয়া এলাকায় কাঁচামালের ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার সবুজ মন্ডল জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড নিতে স্ত্রী ছন্দা খাতুন ও মেয়ে সুমাইয়া আকতারকে নিয়ে ধুনটের গ্রামের বাড়িতে আসেন।

শুক্রবার সকাল ১০টার দিকে সুমাইয়া আকতার তার স্বজনদের সঙ্গে বিলকাজুলী গ্রামের বাঙ্গালী নদীতে গোসল করতে যায়। এসময় অসাবধানতাবসত নদীর পানিতে ডুবে যায় সুমাইয়া। এরপর অনেক খোঁজাখুজির একপর্যায়ে এক ঘন্টা পর সুমাইয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ধুনট থানার এসআই আসাদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।