ধুনটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
বগুড়ার ধুনটে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী ও পেঁয়াজ সহ শীতকালীন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী ও পেঁয়াজ সহ শীতকালীন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৬১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল, যুগ্ন সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মহসীন আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর নাহার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আরিফুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র, জুয়েল হোসেন প্রমূখ।