ধুনটে এক মহিলাকে মারপিটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলার নাংলু গ্রামে গাছের চারা রোপন করাকে কেন্দ্র করে রেখা খাতুন (৫০) নামে এক মহিলাকে মারপিট করার অভিযোগ উঠেছে।

আহত রেখা খাতুন নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামের মৃত মজিরুদ্দিন সরকারের স্ত্রী। তিনি বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রেখা খাতুনের ছেলে ফয়সাল সরকার জানান, তার বাবা ১৯৯৫ সালে নাংলু গ্রামের মৃত ছামেদ আলীর স্ত্রী মোছাঃ রুপিয়া বেওয়ার কাছ থেকে নাংলু মৌজার ৫ শতক জমি কেবলা দলিলমূলে ক্রয় করে তারা ভোগ দখল করে আসছেন। গত ০১ জুলাই শুক্রবার সকাল ১০ টার দিকে তিনি এবং তার মা রেখা খাতুন ওই সম্পত্তিতে গাছের চারা রোপণ করতে যায়।

এসময় প্রতিপক্ষ প্রতিবেশী মৃত লবীর উদ্দিন সরকারের ছেলে তবিবর রহমান (৬৬) তার লোকজন নিয়ে তাদেরকে গাছের চারা রোপন করতে বাধা দেয়। এতে প্রতিবাদ করলে তবিবর রহমান তার লোকজন তাকে সহ তার মাকে পিটিয়ে আহত করেন।

এবিষয়ে ধুনট থানার এসআই অমিত কুমার বিশ্বাস বলেন, এক মহিলাকে মারপিটের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।