ধুনটে যুবলীগ সভাপতির ওপর হামলার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমানের ওপর হামলার ঘটনায় ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) যুবলীগ সভাপতি ভিপি শেখ মতিউর রহমান বাদী হয়ে একই সংগঠনের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টুর ভাগিনা ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি এবং চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য বহিস্কৃত সভাপতি আলেফ বাদশাহ্ সহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলাসূত্রে জানাযায়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান ধুনট পোষ্ট অফিসের উত্তর পাশ্বে একটি চায়ের দোকানে বসে ছিলেন।

এসময় পূর্ব শত্রুতার জের ধরে ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি ও চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সদ্য বহিস্কৃত সভাপতি আলেফ বাদশাহ সহ তাদের লোকজন ভিপি শেখ মতিউর রহমানের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারপিটে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে ভিপি শেখ মতিউর রহমান বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে ২০১২ সালে মাইদুল ইসলাম রনি ও তার লোকজন আমাকে কুপিয়ে আহত করেছিল। এঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের করি (মামলা নং- জিআর ৮৯/১২)। পরবর্তীতে তারা জামিনে বের হয়ে আসার পর থেকেই বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে আসছিল। এরই জের তারা আবারও আমার ওপর হামলা চালিয়ে আহত করে।

তবে এব্যাপারে মাইদুল ইসলাম রনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই মতিউর রহমান আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। তাকে কোন মারধর করা হয়নি বলেও দাবি করেন তিনি।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, যুবলীগ সভাপতিকে মারধরের অভিযোগে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৫/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।