ধুনটে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত
বগুড়ার ধুনটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৩তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৫ আগষ্ট) সকাল ১০টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ধুনট উপজেলা প্রশাসন, ধুনট থানা, ধুনট পৌরসভা, ধুনট উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

ধুনটে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

এরপর ধুনট উপজেলা পরিষদ সভাকক্ষে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য ধুনট উপজেল আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমূখ।