ধুনটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা, আহত ২

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনটে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলে বাধা দেওয়ায় নারীসহ তিন জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। এঘটনায় মঙ্গলবার রাতে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের এলাঙ্গী হিন্দু পাড়া এলাকার শ্রী মৃত্যুঞ্জয়ী কুমার ঘোষ বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শ্রী মৃত্যুঞ্জয় কুমার ঘোষ তার পৈত্রিক ৩৬ শতক জমির উত্তর পাশ্বের বসতবাড়ি নির্মান করে দীর্ঘ বছর ধরে বসবাস করে আসছে। এমতাবস্থায় মঙ্গলবার (০৭জুন) সকাল ১০ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে এলাঙ্গী থেউকান্দি গ্রামের মৃত আব্দুল আজিজ তালুকদারের ছেলে জিয়ানুর তালুকদার (৩৬), নূর আলম (৪০), পন্ডিত তালুকদার (৩৮), আনোয়ার হোসেন (৪৫) সহ তাদের লোকজন পাশ্ববত্তী শ্রী মৃত্যুঞ্জয় কুমার ঘোষের বসতবাড়িতে হামলা চালায়। হামলার পর এই সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা আসছে প্রতিপক্ষরা।

প্রতিপক্ষের হামলায় শ্রী মৃত্যুঞ্জয় কুমার ঘোষ, তার স্ত্রী শেফালী রানী ও ফুপা রবিন্দ্রনাথ ঘোষ আহত হয়। পরে স্থানীয়রা আহদের উদ্ধার করে ধুনট সরকারি হাসপাতালে নিলে আহতদের মধ্যে রবিন্দ্রনাথ ঘোষকে বগুড়ায় রেফার্ড করেন কর্তৃপক্ষ।

এব্যাপারে ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ জানান, জমি নিয়ে সংঘর্ষের বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।