ধুনটে জটিল রোগী সহ ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি আর্থিক অনুদান প্রদান
বগুড়ার ধুনট উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সহ জটিল রোগে আক্রান্ত রোগী সহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, প্যারালাইজড সহ জটিল রোগে আক্রান্ত ২১ জন রোগীকে ৫০ হাজার টাকা করে, সমাজ কল্যান অধিদপ্তর কর্তৃক স্বেচ্ছাসেবী ৩টি সংগঠনের মাঝে ২০ হাজার টাকা করে, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ২০ জনকে ৫ হাজার টাকা করে, সোনালী ব্যাংক কর্তৃক করোনায় ক্ষতিগ্রস্থ ৩০ জনকে ২ হাজার টাকা করে, সংস্কৃতি সেবী ১০ জনকে ২ হাজার ৫০০ টাকা করে ও আদিবাসী সম্প্রদায়ের ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ধুনট উপজেলা পরিষদের ইছামিত সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে এসব সরকারি আর্থিক অনুদানের চেক ও বাইসাইকেল প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বরকতউল্লাহ্, ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল কাফি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, ধুনট উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান প্রমূখ।