নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে সাজাপ্রাপ্ত ২ জন আসামীকে গ্রেপ্তার করায় আর্থিকভাবে পুরস্কৃত হয়েছেন ধুনট থানার এএসআই আবু তাহের। গত রবিবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তার হাতে পুরস্কার তুলে দেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম)।
এসময় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ (অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলামসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন- ধুনটে জাতীয় যুব দিবস পালিত
উল্লেখ্য, জয়পুরহাট জেলার বাসিন্দা এএসআই আবু তাহের গত ২ বছর আগে ধুনট থানায় যোগদান করেন। তিনি যোগদারের পর আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে ৩ বার পুরস্কৃত হয়েছেন। গত রবিবার বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার করায় আবারো পুরস্কৃত হন তিনি। এছাড়া পুরস্কার গ্রহণের সময় সালামী প্রদর্শণে সন্তুষ্ট হয়ে এএসআই আবু তাহেরকে তাৎক্ষনিক জিএস মার্ক সম্মাননা প্রদান করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।