নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনটে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত ১০টি দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে প্রধান অতিথি হিসাবে এসব গরু বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবর রহমান বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাবঞ্চিত দুস্থ পরিবারদের স্বাবলম্বি করতে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন। প্রধানমন্ত্রীর সহযোগিতায় অনেক পরিবারে এখন স্বচ্ছলতা ফিরে এসেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্ববান জানান তিনি।
আরো পড়ুন- শেরপুরের ইউএনওকে অপসারণের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও পৌর মেয়র এজিএম বাদশাহ।
উপজেলা প্রাণিসম্পদক কর্মকর্তা নাবিল ফারাবীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট থানার ওসি রবিউল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, ভেনেটারী সার্জন ডা. আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি প্রমূখ।
ভিডিও দেখুন- অনুসন্ধানবার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন