ধুনটে হিজড়া সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বগুড়ার ধুনটে হিজড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ও দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় হিজড়া সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান এমপি। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় টিএমএসএস এর বাস্তবায়নে হিজড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় হিজড়া সদস্যদের সিকিউরিটি গার্ড প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান ও হিজড়া সদস্যদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে ধুনট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যপিকা ড. হোসনে-আরা বেগম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী।