ধুনটে ৪০টি মসজিদে অনুদান ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার বগুড়ার ধুনট উপজেলায় করোনা ভাইরাসের কারনে লকডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ৪০টি মসজিদে অনুদান ও আদিবাসী সম্প্রদায়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান এমপি।

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :

বগুড়ার ধুনট উপজেলায় করোনা ভাইরাসের কারনে লকডাউনে ক্ষতিগ্রস্থ কর্মহীন ৩৫০ জন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, ৪০টি মসজিদে ২ লাখ ৯০ হাজার টাকা আর্থিক অনুদান, কিশোর-কিশোরী ক্লাবে সাংস্কৃতিক উপকরণ ও আদিবাসী সম্প্রদায়ের ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
ধুনটে ৪০টি মসজিদে অনুদান ও কর্মহীন  মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে ধুনট উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।


ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ্ আল কাফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী,

আওয়ামীলীগ নেতা প্রভাষক সিরাজুল ইসলাম লিটন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য সুলতানা জাহান, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
ধুনটে ৪০টি মসজিদে অনুদান ও কর্মহীন  মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
এরপর এমপি হাবিবর রহমান ধুনট উপজেলার সদর ইউনিয়নের কুঠিবাড়ি গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ভূমিহীন পরিবারের খোঁজ খবর নেন।