ধুনট ইউএনও’কে বদলি জনিত বিদায় সংবর্ধনা
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন পৌর মেয়র এজিএম বাদশাহ সহ কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তকে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (০৪ এপ্রিল) বিকালে ধুনট পৌরসভার আয়োজনে এই সংবর্ধনা প্রদান করা হয়।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ইউএনও সঞ্জয় কুমার মহন্ত ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, শরিফুল ইসলাম খান, আ’লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, এমএ তারেক হেলাল, পৌর সচিব শাহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর মুনজিল হোসেন, রফিকুল ইসলাম, আলী আজগর, সেলিম রেজা, আপাল শেখ ফোরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম, রেহেনা খাতুন, শিউলী আকতার মালতি খাতুন প্রমূখ।