ধুনট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা বিষয়ে প্রেস ব্রিফিং
বগুড়ার ধুনট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা বিষয়ে প্রেস ব্রিফিং করেন ইউএনও সঞ্জয় কুমার মহন্ত। -অনুসন্ধানবার্তা

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার আওতায় বগুড়া জেলার ধুনট উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে ধুনট উপজেলা পরিষদ সভাকক্ষে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এতথ্য জানান।

প্রেস ব্রিফিং-এ ইউএনও সঞ্জয় কুমার মহন্ত জানান, আগামী ২২ মার্চ বগুড়া জেলার ধুনট, কাহালু, শাজাহানপুর, শিবগঞ্জ ও সোনাতলা উপজেলাকে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। এই দিন ধুনট উপজেলায় চতুর্থ পর্যায়ে নির্মিত ২৮টি পাকা বাড়ি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধমে এসব বাড়ি হস্তান্তরের উদ্বোধন করবেন।

ইউএনও আরো জানান, এপর্যন্ত ধুনট উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য মোট ৩৯৯টি পাকা বাড়ি নির্মিত হয়েছে।