ধুনট উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
দীর্ঘ ১২ বছর পর ২৪ অক্টোবর (সোমবার) বগুড়ার ধুনট উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার সকাল ১০টায় ধুনট বাসষ্ট্যান্ড এলাকায় ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। রবিবার দুপুরে ধুনট ডাক বাংলা চত্বরে বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আমানউল্লাহ আমানের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের ৬ সদস্যের টিম প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

ধুনট উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে এমপি পুত্রসহ ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক (গোলাপ ফুল মার্কা), স্থানীয় এমপি হাবিবর রহমানের ছেলে আ’লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি (আনারস মার্কা), তার চাচা আ’লীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা (টিউবওয়েল মার্কা), সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (টেলিভিশন মার্কা), সহ-সভাপতি কুদরত-ই খুদা জুয়েল (হাতি মার্কা), সদস্য মোজাফ্ফর রহমান (আম মার্কা) ও উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেন সরকার (চেয়ার মার্কা)।

এসব প্রার্থীদের মধ্যে এমপি পুত্র আসিফ ইকবাল সনির প্যানেলে সভাপতি পদে ভোটে অংশ নিয়েছেন তার চাচা রেজাউল করিম রেজা, শফিকুল ইসলাম ও গোলাম হোসেন সরকার।

অপরদিকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী টিআইএম নূরুন্নবী তারিকের প্যানেলে পদে ভোটে অংশ নিয়েছেন কুদরত-ই খুদা জুয়েল ও মোজাফ্ফর রহমান।

আরো পড়ুন- ধুনটে গাঁজাসহ একজন গ্রেপ্তার

এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন (মই মার্কা), যুগ্ন সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম (মোরগ মার্কা), সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান (কলস মার্কা) ও সদস্য ফরিদুল ইসলাম (দেয়াল ঘড়ি মার্কা)।

এদিকে সাধারণ সম্পাদক পদেও এমপি পুত্র আসিফ ইকবাল সনির প্যানেলে রয়েছেন মহসীন আলম, শরিফুল ইসলাম খান ও ফরিদুল ইসলাম। অপরদিকে নূরুন্নবী তারিকের প্যানেলে রয়েছেন আব্দুল হাই খোকন।

বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আমানউল্লাহ আমান জানান, সম্মেলনের সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ভোটের মাধ্যমে ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।