ধুনটে জনপ্রতিনিধিদের সঙ্গে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বগুড়ার ধুনট থানা পুলিশের আয়োজিত কমিউনিটি সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনএফপিএ বাংলাদেশ এর বগুড়া প্রতিনিধি তামিমা নাসরিন। -অনুসন্ধানবার্তা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধিদের সঙ্গে থানা পুলিশের কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে ধুনট থানা চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনএফপিএ বাংলাদেশ এর বগুড়া প্রতিনিধি তামিমা নাসরিন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল হক, ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান, এসআই রুহুল আমিন খান, এসআই মতিউর রহমান, ধুনট সদর ইউপি চেয়ারম্যান এসএম মাসুদ রানা, চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটু,

কালেরপাড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, নিমগাছী ইউপি চেয়ারম্যান সোনিতা নাসরিন, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু ও শিক্ষক ফৌজিয়া হক বিথি সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভিডিও সংবাদ দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন এবং পরবতী সংবাদ দেখতে চ্যানেলটি সাবক্রাইব করুন।