
নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা, ধুনট:
বগুড়ার ধুনট উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে বয়স্ক ও প্রতিবন্ধী জমিদাতা ও গ্রহীতাদের চলাচলের সুবিধার্থে একটি হুইল চেয়ার প্রদান করেছেন পৌর মেয়র এজিএম বাদশাহ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে ধুনট সাব রেজিস্ট্রার দেবদ্যুতি রায়ের নিকট হুইল চেয়ার হস্তান্তর করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল মান্নান, বাবুল আকতার, সাব রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী তানজিল সরকার, সহকারী টিসি অভিরাম চন্দ্র সহ দলিল লেখকবৃন্দ।