ধুনটে গরু চড়াতে গিয়ে নদীতে ডুবে কৃষক নিখোঁজ

ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় ফসলী মাঠে গরু চড়াতে গিয়ে নদীতে ডুবে জামাল উদ্দিন নামে (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৭জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারধুনট পূর্বপাড়া ইছামতি নদী পারাপারের সময় এই ঘটনা ঘটে। নিখোঁজ কৃষক ওই গ্রামের মৃত গেদু সরকারের ছেলে।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার দুপুরের দিকে কৃষক জামাল উদ্দিন ইছামতি নদী পাড় হয়ে গরু চড়াতে (ঘাস খাওয়াতে) যান। সন্ধ্যা প্রায় সাড়ে ৬টার দিকে তিনি গরুগুলো নিয়ে বাড়ি ফেরার পথে নদী পারাপারের সময় ডুবে নিখোঁজ হয়ে যান।

তবে স্থানীয়রা এই ঘটনায় অবৈধ বালু উত্তোলনকারীদেরকেই দায়ী করছেন। স্থানীয়রা জানান, অবৈধ বালু উত্তোলনের কারনে নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় সেই গর্তে পড়েই এই কৃষক নিখোঁজ হয়েছেন।

ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামছুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিন্তু স্টেশনে কোন ডুবরি দল না থাকায় রাজশাহী জেলা থেকে আনতে সংবাদ পাঠানো হয়েছে। তারা আসলেই উদ্ধার কাজ পরিচালনা করা হবে।