একতারা হাতে বগুড়ার নির্বাচনী মাঠে হিরো আলম

বগুড়া প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বিএনপির ঘাঁটি খ্যাত বগুড়ায় বিএনপির ছেড়ে দেয়া দুইটি আসনে নির্বাচনী প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে। সমাবেশ, গনসংযোগ, মাইকিং, পোষ্টার, ব্যানার এবং ফেসবুকে সরব প্রার্থীরা। তবে প্রার্থীদের মধ্যে হিরো আলমের প্রচারণা অভিনব।

বগুড়া-৪ আসনে ৯ জন প্রার্থীর মাঝে আশরাফুল আলম ওরফে হিরো আলম, জাসদ প্রার্থী সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, সাবেক বিএনপি নেতা ও সাবেক নন্দীগ্রাম পৌর মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল প্রচারে এগিয়ে আছেন।

এছাড়া বগুড়া-৬ আসনে ১০জন প্রার্থীর মাঝে আওয়ামীলীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ, জাসদ প্রার্থী এ্যাড ইমদাদুল হক, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম, সরকার বাদল প্রচারণায় এগিয়ে রয়েছে।

প্রচারণায় প্রতিটি প্রার্থী বগুড়ার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। প্রচারনায় উঠে এসেছে ৯ মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়ে কে কি করবেন। সেই ক্ষেত্রে তারা বগুড়া পাবলিক বিশ্ববিদ্যালয়, বিমান বন্দর, শহরের যানজটসহ ইকোনোমিক জোনকে প্রাধান্য দিচ্ছেন।

তবে প্রচারণায় হিরো আলম অন্যভাবে জনগনের মাঝে সাড়া ফেলেছেন। মিনি ট্রাকে মাইক লাগিয়ে নির্বাচনী গানের সাথে সামনে একরাতা হাতে, কখনও লিফলেট হাতে, কখনওবা হাত নাড়িয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। প্রচারণায় মূহুর্তে হিরো আলমকে ঘিরে উৎসুক জনতাদের সেলফি তুলতেও দেখা গেছে, কোলাকুলি করছেন অনেকে।

শনিবার বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথায় এলে মূহুর্তে শত শত জনতা জমে যায়। এ সময় যানজটের সৃষ্টি হয়।