গাইবান্ধার পলাশবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন দিয়ে বয়ে চলা করতোয়া নদীতে বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে কিশোরগাড়ী ইউনিয়নের চকবালা উত্তরপাড়া গ্রামের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, আসন্ন কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী সাজু প্রমানিক, সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী শাহিন মন্ডল, সম্ভব্য মেম্বার প্রার্থী আসলাম প্রমানিক টুটুল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিযোগিতায় কিশোরগাড়ী ইউনিয়নের তেকানী উত্তরপাড়া (মায়ের দোয়া এক্সপ্রেস), তেকানী দক্ষিণপাড়া (করতোয়া এক্সপ্রেস) ও কুমারপুর এক্সপ্রেস ৩টি দল অংশ নেয়।

২টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি গ্রুপের প্রথম ও দ্বিতীয় বিজয়ীদের মাঝে একটি করে খাসি পুরস্কার দেয়া হয়।

এদিকে, নৌকা বাইচ উপভোগ করার জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটে করতোয়া নদীর পাড়ে। নারী-পুরুষ, যুবক-যুবতীসহ নানা বয়সের মানুষের ভীড়ে ভরে যায় করতোয়া নদীর পাড়।

এসময় সার্বিক সহযোগিতা করেন মিজান, আমিনুল, আরশেদ, আসাদুল, আতোয়ার ও সোহেল মিয়া।