পলাশবাড়ী দলিল লেখক সমিতির পদ থেকে সেই আব্দুল কাফীকে অব্যহতি

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
বিভিন্ন গণমাধ্যমে নানা অনিয়ম তুলে ধরে পলাশবাড়ী দলিল লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক অভিযুক্ত আব্দুল কাফী সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর অবেশেষে পলাশবাড়ী দলিল লেখক সমিতির পদ ও সদস্য পদ থেকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

দলিল লেখক সমিতির মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে নিশ্চিত করেন পলাশবাড়ী দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, গত ২০ জুন ২০২১ সালে গোবিন্দগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে মৃত ব্যক্তি হাবিবুর রহমান প্রধান-কে দাতা সাজিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার ৮নং নাকাই ইউনিয়নের ডুমুরগাছা মৌজার ৩ একর ৩৩ শতক জমি হেবা ঘোষণা দলিল সম্পাদন করেন। হাবিবুর রহমান প্রধান গত ১৪ জুন ২০২১ তারিখে মৃত্যু বরণ করেন। যা ইউনিয়ন পরিষদে মৃত্যু রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত রয়েছে। এই মৃত ব্যক্তিইকে দাতা সাজিয়ে ২০২১ সালের ২০ জুন তারিখে গোবিন্দগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নম্বর ৭৪৬৪/২০২১ মূলে হেবার ঘোষণাপত্র সম্পাদন করেন।

পলাশবাড়ী উপজেলার মৃত আবু বক্কর ছিদ্দিক বাদশার পুত্র পলাশবাড়ী দলিল লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক আব্দুল কাফী সরকার (সনদ নম্বর ২০/০৬) ১১ পাতার এ দলিলটি সম্পাদন করেন।

এ ঘটনায় আব্দুল কাফী সরকারের বিরুদ্ধে আদালতে মামলা চলমান ও জেলা রেজিস্ট্রার অফিসের তদন্ত কমিটির তদন্ত চলমান রয়েছে।