ধুনটে নিরাপত্তাহীনতায় পল্লী চিকিৎসক, থানায় অভিযোগ

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার রঘুনাথপুর গ্রামের এক পল্লী চিকিৎসক জীবনের নিরাপত্তাহীনতায় থাকার অভিযোগ করেছেন ধুনট থানায়। বুধবার (১মার্চ) ওই গ্রামের পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম মিন্টু (৪০) বাদী হয়ে একই গ্রামের শুভ (২২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানাগেছে, ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম মিন্টুর সঙ্গে একই গ্রামের সুশীলের ছেলে শুভর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে গত ২৪ ফেব্রুয়ারী রাতে পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম মিন্টুর মালিকাধীন মার্কেটের নিজ ফার্মেসির সামনে রাখা কয়েকটি ব্রেঞ্চে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে শুভ।

এবিষয়ে পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম মিন্টু বলেন, এর আগেও শুভ নামে ওই যুবক তার মার্কেটের ইন্টারনেট ওয়াইফাই রাউডার চুরি করে নিয়ে যায়। এরপরও সে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিসহ ক্ষতি করার চেষ্টা করে আসছে। তাই আমার এবং আমার পরিবারের জীবনের নিরাপত্তার জন্য ওই বখাটে যুবকের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এবিষয়ে ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজ্জামান জানান, পল্লী চিকিৎসকের দায়েরকৃত অভিযোগটি তদন্ত করা হচ্ছে। দ্রুত এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।