বগুড়ার শেরপুরে অনুমোদনবিহীন পাইপ ফ্যাক্টরীকে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়া জেলার শেরপুর উপজেলায় বিএসটিআই’র অনুমোদনবিহীন পাইপ ফ্যাক্টরীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার সন্ধ্যার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় অবস্থিত মেসার্স সেবা প্লাস্টিক কোম্পানীকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়া জেলা বিএসটিআই এর পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএসটিআই অফিসের সহকারী পরিচালক (মেট্রোলজি উইং) মিজানুর রহমান ও পুলিশ সদস্যবৃন্দ।

বগুড়া জেলা বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, কোম্পানীটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে এবং নিম্নমানের ‘ইউ-পিভিসি পাইপ’ উৎপাদন ও বিক্রয় করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ওই কোম্পানীকে ৩০ হাজার হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।