নিজস্ব প্রতিবেদক, অনুসন্ধানবার্তা:
বগুড়ার শেরপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তজা অভিকে (৩৮) ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।
নিহত আ’লীগ নেতা অভি শেরপুর পৌর এলাকার খন্দকার পাড়ার মৃত হোসাইন কাওসার ফুয়াদের ছেলে। তবে রাজনৈতিক দ্বন্দ্বেই তাকে হত্যা করা হয়েছে দাবি করেছেন স্থানীয় ও দলীয় নেতাকর্মীরা।
স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অভি মোটরসাইকেল মেরামতের জন্য শেরপুর উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় ১০/১২ জনের একটি দল তার উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। পরে তাকে রাস্তার উপরে প্রকাশ্যে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায় দূর্বৃত্তরা।
আরো পড়ুন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ধুনটে আ’লীগের আনন্দ র্যালি
তবে এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ওসি আরো জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।