ধুনটে চুরির অভিযোগ পুলিশ তদন্ত করায় প্রতিপক্ষের হামলায় ২ নারী আহত

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :
বগুড়ার ধুনট উপজেলায় এক পরিবারের বাড়িতে চুরির ঘটনার অভিযোগ থানা পুলিশ তদন্ত করায় প্রতিপক্ষের হামলায় ২ নারী আহত হয়েছে। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো এলাঙ্গী ইউনিয়নের রামনগর গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী ঝলকি খাতুন (৪০) ও তার পুত্রবধু সেলিনা খাতুন (২৮)।

আহত ঝলকি খাতুনের ছেলে ঝিনুক মিয়া জানান, গত ১৫ সেপ্টেম্বর রাতে তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এঘটনায় পরদিন ধুনট থানায় একটি চুরির অভিযোগ দেয়া হয়। ধুনট থানা পুলিশ অভিযোগটি পেয়ে তদন্ত শুরু করে। এ সন্দেহ করে প্রতিবেশি বাদশাহ মিয়ার মোমিন মিয়া তাদেরকে দোষারোপ করা হচ্ছে বলে ক্ষিপ্ত হয়।

একপর্যায়ে মোমিন মিয়া ও তার লোকজন বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে হামলা চালিয়ে ঝলকি খাতুন ও সেলিনা খাতুনকে পিটিয়ে আহত করেন। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।

এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, এঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করিনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া চুরি ঘটনাটিও তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।