গাইবান্ধা পলাশবাড়ীতে প্রধানমন্ত্রীর বাড়ির পেলো ৪৫ ভূমিহীন পরিবার

শাহারুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সারাদেশের ন্যায় ৩য় পর্যায়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসাবে বাড়ি ও জমি পেল ৪৫টি ভূমিহীন পরিবার। এসব ঘর প্রদানে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের ২৬ এপ্রিল সকালে টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগ সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি।

আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সহ-সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম মন্ডল টিটু, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ।