বগুড়ায় প্লাস্টিকের ব্যাগে মিললো জীবিত নবজাতক!

ইমরান হোসেন ইমন, অনুসন্ধানবার্তা:
বগুড়া শহরের একটি বাসার সামনে প্লাস্টিকের ব্যাগে মিললো জীবিত এক নবজাতক। নবজাতক শিশুটির বয়স আনুমানিক ৩/৪ দিন হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার পৌরসভা লেন নামক স্থান থেকে ওই নবজাতক শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

ওই এলাকার বাসিন্দা সাংবাদিক মুরশিদ আলম জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড় ৭টার দিকে জলেশ্বরীতলা পৌরসভা লেনে তার বাসার গেইট খুলতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান।

পরে তিনি তার স্ত্রীকে ডেকে এনে প্লাস্টিকের ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করে তার বাসায় নিয়ে গিয়ে তাকে সুস্থ করেন। পরে তিনি পুলিশ ও অন্য সাংবাদিকদের খবর দিলে তারা এসে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এব্যাপারে বগুড়া সদর থানার ইন্সপেক্টর তদন্ত জাহিদুল হক বলেন, উদ্ধারকৃত কণ্যা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু এখনও শিশুটির কোন পরিচয় মেলিনি। এবিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।