বগুড়ার গাবতলীতে হাইব্রিড ফুলকপি স্নো ব্রাইট এর মাঠ দিবস অনুষ্ঠিত

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: অনুসন্ধানবার্তা
বগুড়া জেলার গাবতলি উপজেলার বাইগুনি দক্ষিনপাড়া কৃষক শাহজাহান আলী ২০ শতক জমিতে ব্র্যাক সিড এর স্নো ব্রাইট ফুলকপি চাষ করেন। নাবি জাতের আগাম ফুলকপি চাষাবাদ করে কৃষক লাভবান হয়েছে। শনিবার ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবস সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বগুড়া আর এস এম কৃষিবিদ মো: সেলিম উর রহমান। সভাপতিত্ব করেন বগুড়া বিডিসি বাবলী সুরাইয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক প্রধান কার্যালয়ের ডিজিএম (সেলস এন্ড মার্কেটিং) মো: মনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রোডাক্ট ম্যানেজার (সবজি) কৃষিবিদ মো: আব্দুল্লা আল মাসুদ, প্রোডাক্ট ম্যানেজার (বীজ আলু) কৃষিবিদ মো: আবু মনসুর লিওন, প্রোডাক্ট ম্যানেজার (ভুট্টা বীজ) কৃষিবিদ মো: জহিরুল ইসলাম ও ডেপুটি ম্যানেজার (সার) আলী রেজা।

এছাড়াও বিভিন্ন জেলা থেকে ব্র্যাক সিড এর টেরিটরি ম্যানেজার এবং সাতটি অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, ব্যবসায়ী ও নার্সারি মালিকগণ উপস্থিত ছিলেন।