বগুড়ার শেরপুরে র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ৩ জন আটক : ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা :

বগুড়ার শেরপুর উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিল সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২ এর একটি চৌকশ দল।

রবিবার (৮ আগষ্ট) ভোর রাতে বগুড়া জেলার শেরপুর থানাধীন ঢাকা বাসস্ট্যান্ডর সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৬১২৫) জব্দ করেছে র‌্যাব।

আটককৃতরা হলো- দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন করিমুল্লাপুর গ্রামের ফাত্তাউরের ছেলে মমিনুল ইসলাম(২৩), একই গ্রামের ফইজুর রহমানের ছেলে রবিউল ইসলাম (২৪) এবং মদিনা মসজিদ হিরাহার গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে সোহাগ (২৬)।

র‌্যাব-১২, এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে একটি ট্রাক আটক করা হয়। পরে তল্লাশী চালিয়ে ৪৯ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী তিনজনকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামত সহ আটককৃতদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।