বগুড়ায় কাফনের কাপড় পড়ে অনশনে এক যুবক

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনে বসেছেন রুমেল নামে এক মুক্তিযুদ্ধার সন্তান। তিনি বগুড়া শহরের নাটাইপাড়ার মুক্তিযুদ্ধা জালাল উদ্দীনের ছেলে।

রবিবার সকাল ৯টা থেকে বগুড়ার জিরো পয়েন্ট সাতমাথার ফুটপাতে তিনি সাদা কাপড়ে অনশনে বসেছেন। তবে রাতে কখনও স্টেডিয়ামের গেটে, কখনও বা প্রেসক্লাবের সামনে বসে থাকতে দেখা গেছে।

প্রতিবাদি যুবক রুমেল জানায়, কাফনের কাপড় পড়ে রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন করবো। হঠাৎ যদি মারা যাই, তাই আগে থেকেই কাফন পড়েছি।

তিনি আরো জানান, বগুড়া শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামকে বাংদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগে থেকেই লাইভ সাপোর্টে রেখেছিল। ভেবেছিলাম কোন একদিন লাইভ সাপোর্ট থেকে বেরিয়ে আসবে। কিন্তু বিসিবি মাঠটি প্রত্যাহার করায় মৃত্যু হলো এই স্টেডিয়ামের।

রুমেল বলেন, আসুন বগুড়ার উন্নয়ন এবং মাঠ ফিরে আনতে একসাথে সবাই মাঠে নামি। কিন্তু মাঠ নিয়ে কেউ আন্দোলনের নামে রাজনীতি করবেন না। তাহলে আন্দোলন নষ্ট হয়ে যাবে।