বগুড়ায় ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা:
বগুড়ায় ১৫৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।বৃহস্পতিবার রাত ১২টার দিকে বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালী বিমান মোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রংপুর জেলার কোতয়ালী থানাধীন নিউ জুম্মাপাড়া এলাকার আব্দুস জব্বারের ছেলে মারুফ হোসেন বাবু (২৫) ও বগুড়া জেলা সদরের পলাশবাড়ী স্কুল পাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে ওমর ফারুক (৪০)।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রংপুর থেকে বগুড়াগামী ১টি মোটরসাইকেলে আরোহী সেজে ২ জন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে নিয়ে আসছে।

এই সংবাদের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর নির্দেশনায় বগুড়া র‌্যাব ক্যাম্পের একটি দল বগুড়া জেলার সদর থানাধীন মাটিডালী বিমান মোড়ে মাহাথীর হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তা উপর অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ৩টি মোবাইল ও ৩টি সীমকার্ড জব্দ করা হয়।

বগুড়া র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।