বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি প্রত্যাহারসহ ৫ দফা দাবি প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, অনুসন্ধানবার্তা, বগুড়া:
বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে বুধবার প্রতিবাদ সমাবেশ ডাকলেও অবশেষে তা প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে জরুরি এক সভায় পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটি এসিদ্ধান্ত নিয়েছিল।

তবে তাদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে না মানলে বগুড়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহাম্মেদ মিঠু। এছাড়া বগুড়ার চারমাথা বাস টার্মিনাল এলাকায় বৃহস্পতিবার প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছিল।

সৈয়দ কবির আহাম্মেদ মিঠু জানান, বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমারের সাথে মালিক-শ্রমিকদের বৈঠক হয়। বৈঠকে আমাদের দাবী পুরনের আশ্বাস দেন। তারপর সমাবেশ স্থলে এসে আমি নিজে মালিক-শ্রমিকদের পক্ষ থেকে প্রতিবাদ সভা স্থগিতের ঘোষণা দেই।

তিনি জানান, দাবিগুলো ছিল দুপচাঁচিয়া থানার ওসির প্রত্যাহার, অন্যায়ভাবে দেওয়া মামলা প্রত্যাহার, হাইওয়েতে অবৈধ যান চলাচল বন্ধ, গাড়ি ভাঙচুরের ক্ষতিপূরণ এবং সড়কের পাশে সব দোকানপাট উচ্ছেদ করা।

তিনি আরো জানান, গত সোমবার দুপচাঁচিয়ায় বাসের ধাক্কায় ভ্যান চালক নিহত হওয়ার ঘটনায় মালিক, ড্রাইভার, হেলপারের বিরুদ্ধে মামলা হয় এবং ড্রাইভারকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

পরিবহন মালিক-শ্রমিক যৌথ কমিটির জরুরি সভায় মালিক সমিতির সভাপতি আকতারুজ্জামান ডিউক, বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক কবির আহমেদ মিঠুসহ মালিক-শ্রমিক যৌথ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।