বগুড়ার গাবতলীতে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

এম.এ রাশেদ, অনুসন্ধানবার্তা :

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে কোরবানির ২১টি গরু বোঝাই ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বগুড়ার গাবতলী উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি ফজলে রাব্বী তরুকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত ওই যুবককে বগুড়ার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (১৫ আগস্ট) মধ্যরাতে গাবতলী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ফজলে রাব্বী তরু বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী মধ্যপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে। তিনি গাবতলী পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ছিলেন।

জানাযায়, গত ১৮ জুলাই রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা থেকে কোরবানির ২১ টি গরু বোঝাই ট্রাক ডাকাতি করে দুর্বৃত্তরা। ওই রাতে গাবতলীর উনচুরখী এলাকায় ট্রাক থেকে গরু নামানোর সময় গাবতলী মডেল থানা পুলিশ ২১টি উদ্ধার করে এবং দুইজনকে গ্রেফতার করে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, মামলা তদন্তকালে ফজলে রাব্বী তরু জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।